Thursday, 28 February 2019
INDIA VS PAKISTAN Air Force POWER | MILITARY POWER LATEST 2019
INDIA VS PAKISTAN Air Force POWER | MILITARY POWER LATEST 2019
INDIA VS PAKISTAN Air Force POWER | MILITARY POWER LATEST 2019
India and Pakistan both of the country is powerful with their Military power and Air power ,
Lets Watch ...
India & Pakistan Both have modern technology Aircraft , Their modern air craft means fighter jet is supper fast, it's can carry high weigh of booms,can throw misils......
All the information collection by our sources ,so it can be updated,, but we think all the information we provide it's true .
Update information comming soon....
Wednesday, 27 February 2019
পেটে গ্যাস হলে যা করবেন ...!
পেটে গ্যাস হলে যা
করবেন -----
পেটে গ্যাস হওয়া
খুব প্রচলিত একটি সমস্যা । এটি অস্বস্তি ও বিব্রতকর । পেটে অস্বস্তি লাগা , পেট
ফেপে থাকা ,জোরে জোরে ঢেঁকুর ওঠা ইত্যাদি হলে বুঝতে হবে পেটে গ্যাস হয়েছে ।
গ্যাসের সমস্যা অতিরিক্ত হলে চিকিৎসকের পরামশ নিয়ে ওষুধ খেতে হবে । তার আগে কিছু
বিষয় মনে রাখতে হবে ,
- পেটে গ্যাস হলে শুয়ে না থেকে বসে থাকবেন । এতে অনেকটা আরাম হয় ।
- পেটে গ্যাস হলে বেশি করে পানি পান করতে হবে ।
- রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবার না খেয়ে তার এক থেকে দুই ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে ,যত তারাতারি সম্ভব খাবার টি খেয়ে ফেলতে হবে ।
- ধূ্মপান থেকে বিরত থাকতে হবে ।
- এ ছাড়া অতিরিক্ত ঝাল মসলা বা তেলে ভাজা খাবার না খাওয়াটাই বেশি ভালো ।
বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট !
বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার প্রসঙ্গে ,
আজ দুবাইয়ে শুরু দু দিন ব্যাপী আইসিসি-র বৈঠক, সূত্রের খবর থেকে জানাযায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে ।
গত ১৪ ই ফেব্রুয়ারীর পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে বিশ্বকাপ ক্রিকেট থেকে পাকিস্তানকে বয়কট করার অনুরোধ জানিয়ে আইসিসি-কে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সেই চিঠিতে সন্ত্রাসবাদী হামলার কথাও উল্লেখ করা হয়েছে , সেই সাথে পাকিস্তানের নাম না করেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলেছেন যে, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের কোনওভাবে সমর্থন করা চলবে না।
এমনকী আইসিসি-র অন্তর্ভুক্ত অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও এবিষয়ে মতামত চাওয়ার কথাও জানায় বিসিসিআই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কূটনৈতিক লড়াইকে বাইশ গজে টেনে আনতে চাইছে না , তারা ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে ।
আইসিসি-র দু দিন ব্যাপী বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সিইও রাহুল জোহরি এবং কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি। তবে বৈঠকে পিসিবি-ও বিসিসআইকে জবাব দিতে তৈরি।
এদিকে আসন্ন বিশ্বকাপে কোহলিদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বোর্ড চিঠি দেয় আইসিসিকে। ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত সেই পূর্নাঙ্গ রিপোর্টও বোর্ডকে দিতে তৈরি আইসিসি।
Tuesday, 26 February 2019
১২ লড়াকু বিমান দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলা ...
ভারতীয়
১২ লড়াকু বিমান দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলা
গত ১৪ ই ফেব্রুয়ারীতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পালওয়ামায় ন্যাশনাল হাইওয়্যতে
জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়ার পর থেকে ভারত আর পাকিস্তানের দুই দেশের
মধ্যে সম্পর্ক খুবই অবনিত হতে থাকে । ভারত এই হামলায় বারবার পাকিস্তানকে দোষারোপ
করে আসে।
আজ রাত প্রায় ৩ টা ৩০ এর দিকে ভারতীয় বিমান বাহনির প্রায় ১২ টি বিমান
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বোলাকট,মুজ্জাফরবাদ সহ বেশ কয়েক জায়গায়
পাকিস্তানের ভিতর লুকিয়ে থাকা জঙ্গিদের ঘাঁটি গুরিয়ে দেয়।এই হামলায় জঙ্গিদের
প্রশিক্ষণ ঘাঁটি সহ বিভিন্ন ঘাঁটি গুরিয়ে দেয় । এই হামলায় জায়েস ই মহাম্মদ সহ অন্য
বিভিন্ন জঙ্গিগোসটির অনেক সদস্য নিহত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
পাকিস্তান থেকে যদিও এখনও হামলার কথা স্বীকার করা হয়নি তবে পাকিস্তানের সেনাপ্রধান
তার এক টুইট বার্তায় বলেছেন যে ভারতীয়
বিমান বাহিনীর ১০ অথবা ১২ টি বিমান পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পরে , এর পর
পাকিস্তান বিমান বাহিনীর পস্তুতি দেখে তারা কিছুক্ষনের মধ্যে পালিয়ে যায় ।
ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানাযায় যে
ভারতীয় বিমান বাহিনীর মিরাজ২০০০ মডেলের ১২ টি বিমান থেকে প্রায় ১০০০ কেজি
বিস্ফোরণ –এর হামলা করা হয় । এই মডেলের
বিমান খুব দ্রুত গতির আর হালকা হয় এবং অধিক পরিমানের বিস্ফোরণ বহন করতে পারে । যে
সব এলাকায় হামলা করা হয়েছে সে সব এলাকায় অধিক সংখ্যক পাকিস্তান কর্তৃক মদদপুষ্ট
জঙ্গি ক্যাম্প রয়েছে বলে জানাযায় ।
তবে এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও ভারতীয় সরকারের পক্ষ থেকে কিংবা ভারতীয় বাহিনীর
পক্ষ থেকে কিছু জানান হয়নি , কিছুক্ষনের মধ্যে প্রেস কনফারেন্স এ সব বিস্তারিত
জানানো হবে বলে ধারনা করা হচ্ছে।
এইদিকে এই খবর সবদিকে ছরিয়ে পরার সাথে সাথে ভারতের বিভিন্ন জায়গায় মিষ্টি
বিতরণ ,বাদ্য বাজিয়ে পটকা ফুটিয়ে আনন্দ উৎসব কতে থাকে।
Thursday, 21 February 2019
চকবাজারের ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ ,শুধু পুড়েযাওয়া হাড় মাথার খুলী ..
চকবাজারের ভয়াবহ আগুনে
নিহতের সংখ্যা বেড়ে ৭৯
রাজধানীর চকবাজারের ভয়াবহ
আগুনে ৩৭ টি ফায়ার সারভিসের ইউনিট এর প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে
আসে । আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ফায়ার
সারভিসের সেখানকার কর্মীরা নিহতদের খোঁজ করা শুরু করে ।
তারা একের পর এক বেগ ভর্তি
লাশ বের করে আনা শুরু করে । ইতিমধ্যে নিহতের সংখ্যা ৭৯ জন হলেও আরো বাড়তে পারে বলে
জানা গেছে ।
জানা যায় নিহতদের সনাক্ততকরা খুব কষ্টকর হয়ে যাচ্ছে কারন অনেকে এমন
ভাবে আগুনে ভোস্মিভুত হয়ে গেছেন যে তাদের চেহারার কোন অস্তিত্থ খুজে পাওয়া
যাচ্ছেনা , অনেকের শুধু অর্ধ পুড়েযাওয়া হাড় মাথার খুলী পাওয়া যাচ্ছে ।
এই সব
শরীরের অংশবিশেষ ঢাকা মেডিকেল এ নিয়ে আসা হচ্ছে । সেখান থাকেই পরিচয় সনাক্তকরে
নিহতদের শরীর তাদের স্বজনদের কাছে দেয়া হবে ।যাদের সনাক্ত করা সম্ভব হবেনা তাদের
ডিএনএ টেস্ট করা হতে পারে ।
এদিকে মৃতের সংখ্যা আরো
বাড়তে পারে বোলে ধারনা করা হচ্ছে । ফায়ার সার্ভিস এর পরিচালক লে কর্নেল জুলফিকার
বলেছেন এক একটি বেগ এ একাধিক লাশ থাকতে পারে , ও নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা
আছে ।
আহতদের সংখ্যা এখনও সঠিক
ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে অধিকাংশ আহতদের ঢাকা মেডিকেলএর বার্ন ইউনিট এ
ভর্তি করা হয়েছে ।
প্রাথমিক ভাবে অনুমান করা
হচ্ছে যে রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত
হয়েছে ।
Wednesday, 6 February 2019
প্রেমিকার বিরুদ্ধে সহবাসের পর প্রতারনার অভিযোগ প্রেমিকের ! ...
অভিনেত্রী প্রেমিকার
বিরুদ্ধে সহবাসের পর প্রতারনার অভিযোগ পরিচালকের ?
সহবারে পর ছেরে
চলেগেছে প্রতারক প্রেমিক , এমন খবরতো অহরহই
শোনা যায় ।কিন্তু সহবাসের পর প্রেমিকা চলেগেছে আর তার জন্য কোন প্রেমিক অভিযোগ করেছে
এমন কোথা সহযে শোনা যায়না । কি বিশ্বাস হচ্ছেনাতো ? হে এমনটাই এবার ঘটেছে।
এমনটা ঘটেছে
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরে ,আর এজন্য প্রেমিকার বিরুদ্ধে মামলাও করেছে চলিচ্চিত্র
নির্মাতা প্রেমিক । যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তরুনি একজন অভিনেত্রী , বেশ কয়েকটি
বাংলা টেলিফিল্মে অভিনয়ও করছেন ।
ঐ প্রেমিকের
আইনজিবির দাবি “ একজন নারী যদি কোন ছেলের বিরুদ্ধে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারনার অভিযোগ করতে পারে তাহলে একজন পুরুষ কেন
পারবেনা ?তিনি আরও বলেন আমরা আদালেতের দৃষ্টি আর্ষন করেছি আর আদালত প্রতারনার মামলা
গ্রহনও করেছে।
ওই যুবক একজন
সফটওয়ার ইন্জিনিযার ,বেসরকারি একটি সংস্থায় কর্মরত। পাশাপাশি স্বল্পদৈঘের ছবিও বানাতে
শুরুকরেন এবং পরে দেশ বিদেশে পুরুস্কারও জিতেছেন।
প্রেমিকের জানিয়েছে
ঐ তরুণীর সাথে বছর ছয়েক আগে পরিচয় হয় । দুজনেই বিবাহিত। কর্মসূত্রে তারা এক সাথে বহুবার
কলকাতার বাইরে গেছে , দুজনের মধ্যে শারিরিক সম্পর্কও হয়েছে । সেটা এক পর্যায়ে প্রেম
পর্যন্ত গড়ায় ।
প্রেমিকের দাবি
, তারা এক সময় সিদ্ধান্ত নেয় যে তারা বিবাহবিচ্ছেদ করে নিজেদের মধ্যে বিবাহ করে ফেলবে । আর এর প্রেক্ষিতে
প্রেমিক বিবাহবিচ্ছেদ করে ফেলে , আর এর পর মেয়েকে বিবাহবিচ্ছেদের চাপ দিলে মেয়ে তা
অশ্বিকার করে এবং সে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় ।
অর তাই প্রেমিক
এর সুষ্ঠ সুরাহা ও বিচারের দাবিতে আদালতের দারস্থ হয় ।
খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু সেক্স ছারা নয় !
খাবার না খেয়ে থাকতে পারি ,
কিন্তু সেক্স ছারা নয় !
অমরা বিভিন্ন সময়ে বিভিন্ন
রকমের খবর শুনে থাকি, তাইবলে এমন কথা কেও বলতে পারে তা শুনে অবশ্যই চমকে যাবেন।
হে ঠিকই বলছি , সম্প্রতি এক
সাক্ষাতকারে তামিল ও তেলেগু ছবির জনপ্রিয়
অভিনেত্রী সামান্ত রাথ এই মন্তব্যটি করেছেন ।
তিনি মাখশীর মত জনপ্রিয় ছবিতে
অভিনয় করেছেন ।
তিনি সম্প্রতি একটি মেগাজিনে
কাজ করছিলেন, কাজের ফাকে এক সাক্ষাতকারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন যে ‘তার
সামনে যদি তার প্রিয় সব খাবার রাখা হয় এবং যদি বলা হয় তিনি খাবার নাকি সেক্স কোনটি
বেছে নিবেন ’ ?
প্রশ্ন শুনে একটু হেসে কোন না ভেবেই সাবলিল ভাবে উত্তর দিলেন যে , অবশ্যই তিনি সেক্স কেই পছন্দ করবেন। তিনি আরও বললেন , সেক্স-এর মধ্যে যে মজা আছে তা আর অন্য কোথাও নেই ।
প্রশ্ন শুনে একটু হেসে কোন না ভেবেই সাবলিল ভাবে উত্তর দিলেন যে , অবশ্যই তিনি সেক্স কেই পছন্দ করবেন। তিনি আরও বললেন , সেক্স-এর মধ্যে যে মজা আছে তা আর অন্য কোথাও নেই ।
Tuesday, 5 February 2019
হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতে বর্ণিত বিভিন্ন রাজ্যের বর্তমান অবস্থান ...
মহাভারতে বর্ণিত বিভিন্ন রাজ্যের বর্তমান অবস্থান :
মহাভারত হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র ধর্মগ্রন্থ।এটা যে শুধুই ধর্মগ্রন্থ তা কিন্তু নয়, এটি বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য ইতিহাস গ্রন্থ হিসেবে এটাকে মর্যাদা দেওয়া হয়। মহাভারতের ইতিহাস কাল্পনিক বিষয়টি গ্রহণযোগ্য নয়।
প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে মহাভারতের শহরগুলো আজও টিকে আছে এবং নতুন ইতিহাস ও আঙ্গিকে এগিয়ে গেছে অনেকদূর। আজ আমরা জানবো সেই শহরগুলির বর্তমান অবস্থান।
দ্বারকা: এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত শহর , শহরটি গুজরাটের পশ্চিম সীমায় অবস্থিত, বর্তমানেও এটা দ্বারকা নামে পরিচিত। তার দেহ রাখবার পর মূল দ্বারকা নগরী সমুদ্রের জলে প্লাবিত হয়। বর্তমানে জলধিমগ্ন দ্বারকা নগরীর সন্ধান পাওয়া গেছে, যা বর্তমান অবস্থিত দ্বারকা থেকে বেশ খানিকটা আরব সাগরের নীচে।
উজ্জয়নী: উজ্জয়নী ছিল ভারতের বর্তমান উত্তর প্রদেশের প্রাচীন নাম । এই শহরটি ছিল নৈনিতাল জেলার কাশিপুরের নিকটে । এখানেই অস্ত্রগুরু দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডবদের ধনুর্বিদ্যা শিখাতেন ,পাণ্ডুপুত্র ভীম এই শহরে শিবের মূর্তি স্থাপন করেছিলেন বলে অনেকে এই শহরকে জানতেন
ভীমশঙ্কর বলে।
কুরুক্ষেত্র: কুরুক্ষেত্রের প্রচীন নাম সমস্ত পঞ্চক। মহাভারতের ঐতিহাসিক কুরুক্ষেত্রের মহাযুদ্ধ হয়েছিল এখানেই । বর্তমানে দিল্লীর উত্তরে হরিয়ানা প্রদেশের একটি জেলা
থানেশ্বরের দক্ষিণপূর্বে অবস্থিত। বর্তমানে এই জায়গা কুরুক্ষেত্র নামে পরিচিত ।
পুন্ড্রদেশ
: রাজশাহী-দিনাজপুর-বগুড়া নিয়ে উত্তরবঙ্গ
হল পুন্ড্রদেশ । বগুড়ার মহাস্থাংড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর। উন্নত সভ্যতার সবকিছু রয়েছে সেখানে।
হস্তিনাপুর: মহাভারত আমলের আর এই মেরুতকেই বলা হতো হস্তিনাপুর। মেরুত ভারতের উত্তরপ্রদেশের একটি বিখ্যাত স্থান। এই শহরকে কেন্দ্র করে অনেক ঘটনা
বর্ণিত আছে মহাভারত। হস্তিনাপুর ছিল কৌরব এবং পাণ্ডব উভয়েরই রাজধানী । এর অবস্থান দিল্লীর পূর্বে মিরাটের নিকট, গঙ্গা নদীর দক্ষিণ তীরে।
বানগঙ্গা: কুরুক্ষেত্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই শহর অবস্থিত। মহাভারতে ভারতের প্রাচীন নগর হরিয়ানাকে বলা হত বানগঙ্গা। ভারতের তীর্থস্থানগুলোর মধ্যে হরিয়ানা অন্যতম। অনেক পর্যটক বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে আসেন প্রতিবছর ।
গান্ধার: আফগানিস্তানের কান্দাহার হল প্রাচীন গান্ধার নগরী ,মহাভারতে বর্ণিত গান্ধার শহরটি সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পশ্চিমতীরে অবস্থিত।গান্ধার শহরের রাজা সুবলের কন্যা ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী । সিন্ধুনদের পশ্চিম তীর হতে আফগানিস্তের অধিকাংশ অঞ্চলকে প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হত।
অঙ্গদেশ:
শহরটি বর্তমান মুঙ্গের ও ভাগলপুর
স্থানও|
শিবি দেশ: শিবি দেশ মহাভারতে ভারতের উত্তরের সীমান্তবর্তী দক্ষিণ পাঞ্জাবকে বলা হত । ঊষীণার এখানকার রাজা ছিলেন । তার নাতি দেবিকাকে যুধিষ্ঠির বিয়ে করেছিলেন। ঊষীণারের সন্তান শৈব্য কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পান্ডবদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তক্ষশীলা: তক্ষশীলা ছিল গান্ধার দেশের রাজধানীর নাম । এই শহরের অবস্থান ছিল বর্তমানে পাকিস্তানের রওয়ালপিন্ডিতে । কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন হিমালয়ের দিকে যাত্রা শুরু করলেন তখন রাজা হিসেবে পরীক্ষিতের অভিষেক ঘটে। কিন্তু পরবর্তীতে তিনি
মারা যান সাপের কামড়ে । বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পরীক্ষিত পুত্র জনমেজয় তক্ষশীলার দিকে নাগরাজকে পাঠান এবং সেই নাগরাজের আক্রমনে মারা যায়
বহু সাপ ।
মাদ্রা দেশ: অবস্থান ছিল
বর্তমানে নেপাল এবং ভারতের একাংশে । সেসময় শল্য মাদ্রা দেশের রাজা ছিলেন। হিমালয়ের দিকের উত্তরের দেশকে বলা হতো মাদ্রা দেশ। হস্তিনাপুরের রাজা পান্ডু তার বোন মাদ্রিকে বিয়ে করেন। মাদরি ছিলেন সহদেব এবং নকুল মাতা।
ইন্দ্রপ্রস্থ: ইন্দ্রপ্রস্থ শহরটি পান্ডবদের প্রতিষ্ঠিত একটি প্রসিদ্ধ শহর, প্রাচীনকালে এই শহরটি তৈরি করা হয়েছিল
খান্ডব বন ধ্বংস করে । দিল্লীর প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ , বর্তমান দিল্লীতে এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। ডিসকভারী চ্যানেল ইন্দ্রপ্রস্থের উপর একটা সুন্দর প্রত্নতাত্ত্বিক ডকুমেন্টরি তৈরি করেছে ।
মগধ: মগধ প্রাচীন ভারতে ষোলটি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম। বর্তমান দক্ষিণ বিহারের প্রাচীন নাম। এই রাজ্য বর্তমানের বিহারের পাটনা, গয়া
নৈমিষারণ্য: উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় শহরটি গোমতি নদীর তীরে অবস্থিত ,আধুনিক নাম নিমসার।
আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল ষোলটি মহাজনপদের মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে। মগধের রাজধানী ছিল রাজগৃহ । তারপর পাটলিপুত্র রাজধানি বানিয়ে গিয়েছিলো। রাজা বিম্বসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। তিনি অঙ্গ দখল করেন।
মৎস্যদেশ: তবে বর্তমান মৎস্যদেশ হিসাবে অনুমান করা হয়
জয়পুরের নিকট অঞ্চলকে ,বিরাট রাজার দেশ যেখানে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে ছিলেন। মতভেদ রয়েছে
এর অবস্থান নিয়ে
।
পাঞ্চাল: পাঞ্জাব কে এই নামে ডাকা হত।হস্তিনাপুরের নিকটবর্তী স্থানও এর সাথে যুক্ত ছিল। পণ্ডিতগণের মতে দিল্লী থেকে উত্তর ও পশ্চিমে বিস্তৃত স্থান। যে দ্রৌপদীকে ঘিরে তৈরি মহাভারতের প্রেক্ষাপট তিনি ছিলেন পাঞ্চাল পাঞ্চালের রাজকন্যা ,তাই তাঁকে পাঞ্চালী বলা হত।
Subscribe to:
Posts (Atom)