Wednesday, 6 February 2019

প্রেমিকার বিরুদ্ধে সহবাসের পর প্রতারনার অভিযোগ প্রেমিকের ! ...


অভিনেত্রী প্রেমিকার বিরুদ্ধে সহবাসের পর প্রতারনার অভিযোগ পরিচালকের ?

সহবারে পর ছেরে চলেগেছে  প্রতারক প্রেমিক , এমন খবরতো অহরহই শোনা যায় ।কিন্তু সহবাসের পর প্রেমিকা চলেগেছে আর তার জন্য কোন প্রেমিক অভিযোগ করেছে এমন কোথা সহযে শোনা যায়না । কি বিশ্বাস হচ্ছেনাতো ? হে এমনটাই এবার ঘটেছে।

এমনটা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরে ,আর এজন্য প্রেমিকার বিরুদ্ধে মামলাও করেছে চলিচ্চিত্র নির্মাতা প্রেমিক । যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তরুনি একজন অভিনেত্রী , বেশ কয়েকটি বাংলা টেলিফিল্মে অভিনয়ও করছেন ।

ঐ প্রেমিকের আইনজিবির দাবি  “ একজন নারী যদি কোন ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারনার অভিযোগ করতে পারে তাহলে একজন পুরুষ কেন পারবেনা ?তিনি আরও বলেন আমরা আদালেতের দৃষ্টি আর্ষন করেছি আর আদালত প্রতারনার মামলা গ্রহনও করেছে।
ওই যুবক একজন সফটওয়ার ইন্জিনিযার ,বেসরকারি একটি সংস্থায় কর্মরত। পাশাপাশি স্বল্পদৈঘের ছবিও বানাতে শুরুকরেন এবং পরে দেশ বিদেশে পুরুস্কারও জিতেছেন।
প্রেমিকের জানিয়েছে ঐ তরুণীর সাথে বছর ছয়েক আগে পরিচয় হয় । দুজনেই বিবাহিত। কর্মসূত্রে তারা এক সাথে বহুবার কলকাতার বাইরে গেছে , দুজনের মধ্যে শারিরিক সম্পর্কও হয়েছে । সেটা এক পর্যায়ে প্রেম পর্যন্ত গড়ায় ।
প্রেমিকের দাবি , তারা এক সময় সিদ্ধান্ত নেয় যে তারা বিবাহবিচ্ছেদ করে  নিজেদের মধ্যে বিবাহ করে ফেলবে । আর এর প্রেক্ষিতে প্রেমিক বিবাহবিচ্ছেদ করে ফেলে , আর এর পর মেয়েকে বিবাহবিচ্ছেদের চাপ দিলে মেয়ে তা অশ্বিকার করে এবং সে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় ।
অর তাই প্রেমিক এর সুষ্ঠ সুরাহা ও বিচারের দাবিতে আদালতের দারস্থ হয় ।

1 comment: