Wednesday, 6 February 2019

খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু সেক্স ছারা নয় !

খাবার না খেয়ে থাকতে পারি , কিন্তু সেক্স ছারা নয় !

অমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের খবর শুনে থাকি, তাইবলে এমন কথা কেও বলতে পারে তা শুনে অবশ্যই  চমকে যাবেন।


হে ঠিকই বলছি , সম্প্রতি এক সাক্ষাতকারে  তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্ত রাথ এই মন্তব্যটি করেছেন ।


তিনি মাখশীর মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ।

তিনি সম্প্রতি একটি মেগাজিনে কাজ করছিলেন, কাজের ফাকে এক সাক্ষাতকারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন যে ‘তার সামনে যদি তার প্রিয় সব খাবার রাখা হয় এবং যদি বলা হয় তিনি খাবার নাকি সেক্স কোনটি বেছে নিবেন ’ ? 
প্রশ্ন শুনে একটু হেসে কোন না ভেবেই সাবলিল ভাবে উত্তর দিলেন যে , অবশ্যই তিনি সেক্স কেই পছন্দ করবেন। তিনি আরও বললেন , সেক্স-এর মধ্যে যে মজা আছে তা আর অন্য কোথাও নেই ।

No comments:

Post a Comment