চকবাজারের ভয়াবহ আগুনে
নিহতের সংখ্যা বেড়ে ৭৯
রাজধানীর চকবাজারের ভয়াবহ
আগুনে ৩৭ টি ফায়ার সারভিসের ইউনিট এর প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে
আসে । আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ফায়ার
সারভিসের সেখানকার কর্মীরা নিহতদের খোঁজ করা শুরু করে ।
তারা একের পর এক বেগ ভর্তি
লাশ বের করে আনা শুরু করে । ইতিমধ্যে নিহতের সংখ্যা ৭৯ জন হলেও আরো বাড়তে পারে বলে
জানা গেছে ।
জানা যায় নিহতদের সনাক্ততকরা খুব কষ্টকর হয়ে যাচ্ছে কারন অনেকে এমন
ভাবে আগুনে ভোস্মিভুত হয়ে গেছেন যে তাদের চেহারার কোন অস্তিত্থ খুজে পাওয়া
যাচ্ছেনা , অনেকের শুধু অর্ধ পুড়েযাওয়া হাড় মাথার খুলী পাওয়া যাচ্ছে ।
এই সব
শরীরের অংশবিশেষ ঢাকা মেডিকেল এ নিয়ে আসা হচ্ছে । সেখান থাকেই পরিচয় সনাক্তকরে
নিহতদের শরীর তাদের স্বজনদের কাছে দেয়া হবে ।যাদের সনাক্ত করা সম্ভব হবেনা তাদের
ডিএনএ টেস্ট করা হতে পারে ।
এদিকে মৃতের সংখ্যা আরো
বাড়তে পারে বোলে ধারনা করা হচ্ছে । ফায়ার সার্ভিস এর পরিচালক লে কর্নেল জুলফিকার
বলেছেন এক একটি বেগ এ একাধিক লাশ থাকতে পারে , ও নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা
আছে ।
আহতদের সংখ্যা এখনও সঠিক
ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে অধিকাংশ আহতদের ঢাকা মেডিকেলএর বার্ন ইউনিট এ
ভর্তি করা হয়েছে ।
প্রাথমিক ভাবে অনুমান করা
হচ্ছে যে রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত
হয়েছে ।
No comments:
Post a Comment