Tuesday, 26 February 2019

১২ লড়াকু বিমান দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলা ...


ভারতীয় ১২ লড়াকু বিমান দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলা


গত ১৪ ই ফেব্রুয়ারীতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পালওয়ামায় ন্যাশনাল হাইওয়্যতে জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়ার পর থেকে ভারত আর পাকিস্তানের দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই অবনিত হতে থাকে । ভারত এই হামলায় বারবার পাকিস্তানকে দোষারোপ করে আসে।

আজ রাত প্রায় ৩ টা ৩০ এর দিকে ভারতীয় বিমান বাহনির প্রায় ১২ টি বিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বোলাকট,মুজ্জাফরবাদ সহ বেশ কয়েক জায়গায় পাকিস্তানের ভিতর লুকিয়ে থাকা জঙ্গিদের ঘাঁটি গুরিয়ে দেয়।এই হামলায় জঙ্গিদের প্রশিক্ষণ ঘাঁটি সহ বিভিন্ন ঘাঁটি গুরিয়ে দেয় । এই হামলায় জায়েস ই মহাম্মদ সহ অন্য বিভিন্ন জঙ্গিগোসটির অনেক সদস্য নিহত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

পাকিস্তান থেকে যদিও এখনও হামলার কথা স্বীকার করা হয়নি তবে পাকিস্তানের সেনাপ্রধান তার এক টুইট বার্তায়  বলেছেন যে ভারতীয় বিমান বাহিনীর ১০ অথবা ১২ টি বিমান পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পরে , এর পর পাকিস্তান বিমান বাহিনীর পস্তুতি দেখে তারা কিছুক্ষনের মধ্যে পালিয়ে যায় ।

ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানাযায় যে  ভারতীয় বিমান বাহিনীর মিরাজ২০০০ মডেলের ১২ টি বিমান থেকে প্রায় ১০০০ কেজি বিস্ফোরণ –এর  হামলা করা হয় । এই মডেলের বিমান খুব দ্রুত গতির আর হালকা হয় এবং অধিক পরিমানের বিস্ফোরণ বহন করতে পারে । যে সব এলাকায় হামলা করা হয়েছে সে সব এলাকায় অধিক সংখ্যক পাকিস্তান কর্তৃক মদদপুষ্ট জঙ্গি ক্যাম্প রয়েছে বলে জানাযায় ।

তবে এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও ভারতীয় সরকারের পক্ষ থেকে কিংবা ভারতীয় বাহিনীর পক্ষ থেকে কিছু জানান হয়নি , কিছুক্ষনের মধ্যে প্রেস কনফারেন্স এ সব বিস্তারিত জানানো হবে বলে ধারনা করা হচ্ছে।

এইদিকে এই খবর সবদিকে ছরিয়ে পরার সাথে সাথে ভারতের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ ,বাদ্য বাজিয়ে পটকা ফুটিয়ে আনন্দ উৎসব কতে থাকে।



No comments:

Post a Comment