বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার প্রসঙ্গে ,
আজ দুবাইয়ে শুরু দু দিন ব্যাপী আইসিসি-র বৈঠক, সূত্রের খবর থেকে জানাযায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে ।
গত ১৪ ই ফেব্রুয়ারীর পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে বিশ্বকাপ ক্রিকেট থেকে পাকিস্তানকে বয়কট করার অনুরোধ জানিয়ে আইসিসি-কে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সেই চিঠিতে সন্ত্রাসবাদী হামলার কথাও উল্লেখ করা হয়েছে , সেই সাথে পাকিস্তানের নাম না করেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলেছেন যে, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের কোনওভাবে সমর্থন করা চলবে না।
এমনকী আইসিসি-র অন্তর্ভুক্ত অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও এবিষয়ে মতামত চাওয়ার কথাও জানায় বিসিসিআই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কূটনৈতিক লড়াইকে বাইশ গজে টেনে আনতে চাইছে না , তারা ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে ।
আইসিসি-র দু দিন ব্যাপী বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সিইও রাহুল জোহরি এবং কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি। তবে বৈঠকে পিসিবি-ও বিসিসআইকে জবাব দিতে তৈরি।
এদিকে আসন্ন বিশ্বকাপে কোহলিদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বোর্ড চিঠি দেয় আইসিসিকে। ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত সেই পূর্নাঙ্গ রিপোর্টও বোর্ডকে দিতে তৈরি আইসিসি।
No comments:
Post a Comment