Sunday, 24 September 2023

যে ৫ কারণে শুরুতেই বাদ পড়তে পারে আপনার সিভি ...

এই অভিজ্ঞতা অনেকেরই আছেএকের পর এক প্রতিষ্ঠানে সিভি (কারিকুলাম ভিটা বা জীবনবৃত্তান্ত) পাঠান, কিন্তু ডাক পান না। প্রাথমিক বাছাইতেই বাদ পড়ে যান। কী কী কারণে প্রথম দর্শনেই আপনার সিভি বাদ পড়তে পারে? জানিয়েছেন আমেরিকান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র রিসোর্সিং ম্যানেজার |

. যোগাযোগের তথ্যবিভ্রাট

সিভিতে আপনার সঠিক -মেইল, ঠিকানা টেলিফোন নম্বর দেওয়া হয়েছে কি না, শুরুতেই নিশ্চিত করা দরকার। সব সময় চেষ্টা করা উচিত, যে টেলিফোন নম্বর বা মেইল আপনি নিয়মিত ব্যবহার করেন, সিভিতে সেটিই ব্যবহার করা। ভুল ফোন নম্বর বা মেইল ঠিকানা দেওয়ার কারণে অনেকের কাছেই চাকরিদাতারা পৌঁছাতে পারেন না বা যোগাযোগ করতে পারেন না। সিভিতে বিশ্ববিদ্যালয় বা অফিসের মেইল অ্যাড্রেস ব্যবহার না করাই ভালো। কারণ, অনেক সময় এসব ডোমেইন থেকে মেইল ব্লক করে দেওয়া হয়। আপনি মেইলে যাঁর রেফারেন্স ব্যবহার করছেন, তাঁর সঠিক ফোন নম্বর বা মেইলও উল্লেখ করা খুব জরুরি।

 যে ৫ কারণে শুরুতেই বাদ পড়তে পারে আপনার সিভি ...

. বানান ব্যাকরণে ভুল

সিভিতে বানান ব্যাকরণ ভুল হলে শুরুতেই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। শুনতে খুব সাধারণ মনে হলেও এইছোটখাটোভুলের কারণে আপনাকে মূল্য দিতে হতে পারে। সিভি লেখার পর অবশ্যই বানান ব্যাকরণে কোনো ভুল হলো কি না, তা যাচাই করতে হবে। এমএস ওয়ার্ড বা অনলাইনের অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এই ভুল শুধরে নেওয়া যায়। সিভি লেখার পর নিজে দুতিনবার পড়ে নিলে সবচেয়ে ভালো। প্রয়োজনে বন্ধু বা শিক্ষকের সহযোগিতা নেওয়া যেতে পারে। একটি ছোট উদাহরণ: ‘FROM’ ‘FORM’ দুটি বানানই শুদ্ধ, কিন্তু অর্থ আলাদা। মনের অজান্তেই আপনি হয়তো টাইপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। ক্ষেত্রে বানান যাচাই করার সফটওয়্যার আপনাকে কোনো ভুল দেখাবে না। কিন্তু আপনি যখন পড়ে দেখবেন, তখন ভুল ধরতে পারবেন।

. অপ্রাসঙ্গিক তথ্য

সিভিতে সঠিক যথাযথ থাকতে হবে। অপ্রাসঙ্গিক অনুপযুক্ত তথ্যের জন্য সিভি বাদ পড়ে যেতে পারে। আবার প্রয়োজনের তুলনায় খুব সামান্য তথ্য দিলে হয়তো নিয়োগদাতার আপনার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন না। সুতরাং ভারসাম্য বজায় রেখে সিভিতে শুধু অপরিহার্য তথ্য দিতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য সব সময় ওপরের দিকে রাখা উচিত। সিভিতে সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা এবং সর্বশেষ সাফল্যগুলো প্রথম দিকে রাখা উচিত। আপনি যে চাকরির জন্য আবেদন করছেন, তার সঙ্গে সম্পৃক্ত প্রাসঙ্গিক তথ্য রাখার চেষ্টা করুন।

. মিথ্যা অথবা বিভ্রান্তিকর তথ্য

সিভিতে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দেওয়া নিশ্চয়ই অপরাধ। আপনার বর্তমান পদ বা সাফল্য সম্পর্কে মিথ্যা লেখা, চাকরি অথবা পড়ালেখার মধ্যে দীর্ঘ বিরতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, পরীক্ষার ফলাফল পরিবর্তন করা অথবা উল্লেখ না করাএসব কারণে সিভি বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত অপ্রয়োজনীয় তথ্য, অপ্রাসঙ্গিক আইকন, নিজের অনানুষ্ঠানিক ছবিএসব দেখে অনেক নিয়োগদাতা আপনার ব্যাপারে অনাগ্রহী হতে পারেন।

. যথাযথ পদ্ধতি বা পদ অনুযায়ী আবেদন না করা

সঠিক কাজের ধরনে আবেদন না করলেও সিভি বাদ পড়ে যায়। যেকোনো পদের জন্য সিভি দেওয়ার আগে অবশ্যইজব ডেসক্রিপশনবাআবেদনের প্রক্রিয়াপড়তে হবে। অপ্রাসঙ্গিক পদে কিংবা নির্ধারিত ধরন অনুসরণ না করে সিভি দিয়ে ইন্টারভিউয়ের অপেক্ষায় বসে থাকলে ভুল হবে। অনেক প্রতিষ্ঠান নির্ধারিত ফরমে আবেদন করতে বলে বা সিভির ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়ে দেয়। আপনি সেটি অনুসরণ না করলে বাজব ডেসক্রিপশন’–এর সঙ্গে আপনার যোগ্যতা মানানসই কি না, তা যাচাই না করলেও ফলাফল নেতিবাচক হতে পারে।

Tuesday, 22 August 2023

বন্ধু বানানোর সহজ উপায়

আপনি কি কখনও সোশ্যাল মিডিয়ায় এক দল বন্ধুদের একসাথে হাসতে দেখছেন, ঘুরতে দেখছেন এবং ভাবছেন "কেন আমার কোন বন্ধু নেই?" বন্ধু বানানোর সহজ উপায় : 

অনেক সময় অন্যদের বন্ধুদের সাথে হাসিখুশি আড্ডা দিতে দেখে আমাদের আফসোস হয়। আমরা হতাশ ও একাকী বোধ করি। আমাদের জীবনেও আমরা এমন বন্ধুত্ব কামনা করি, যাদের সাথে আনন্দ ও বেদনা ভাগ করে নিতে পারি। তবে বন্ধুত্ব মানুষের জীবনে নিজে থেকে তৈরি হয় না

বন্ধু বানানোর সহজ উপায়

এটি এমন একটি সম্পর্ক যার জন্য প্রয়োজন প্রচেষ্টা ও সাহস। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যাদের সাথে যুক্ত আছি তাদের সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়।

সামাজিক মাধ্যমে সম্পর্কগুলো আরো উন্নত করতে প্রয়োজন কিছু পদক্ষেপ। চলুন জেনে নেই।

১. আত্মপ্রতিফলন

আপনার কোন বন্ধু না থাকার সমস্যা সমাধানের জন্য প্রথমেই প্রয়োজন নিজেকে বুঝতে পারা জরুরি। আপনার কোন বিষয়টি ভালো লাগে, বন্ধুত্ব নিয়ে আপনি কী ভাবছেন তা ভালোভাবে বোঝার জন্য নিজেকে সময় দিন। বন্ধুদের কাছে নিজেকে আরও সহজভাবে তুলে ধরুন।


২. কমফোর্ট জোন থেকে বের হওয়া

সবার নিজের স্বাচ্ছন্দ্যের একটি জায়গা থাকে।

বন্ধু বানানোর জন্য প্রায়ই আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা এবং উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যদের সাথে নিজেকে পরিচয় করিয়ে, কথোপকথন শুরু করে এবং তাদের জানার জন্য প্রকৃত আগ্রহ দেখিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় হন।

৩. কথোপকথন শুরু করা


অনেকে প্রথম দেখাতেই পরিচিতি মূলক আলাপ করতে অভ্যস্ত না। তবে প্রথম দেখাতে পরিচিতি মূলক কথোপকথন একটি ভালো বন্ধুত্বের সূচনা করতে পারে। তাই বন্ধুত্ব তৈরির জন্য নিজে থেকেই কথা বলুন।

শখ, আগ্রহ, ভালো লাগা মন্দ লাগা নিয়ে সরাসরি আলাপ করুন।


৪. প্রশংসা করা

দিনের শুরুতেই যদি নিজের সম্পর্কে সুন্দর কোন মন্তব্য পাওয়া যায় তাহলে দিনটি সুন্দর হয়ে যায়। তাই আপনি যখন কারো সাথে আলাপ করবেন তাদের ইতিবাচক দিকের প্রশংসা করুন। এর মাধ্যমে তার সাথে আপনার সংযোগ তৈরি হবে। এবং আপনার সম্পর্কে ভালো মনোভাব তৈরি করতে সাহায্য করবে। বন্ধুত্ব তৈরির জন্য অন্যদের গুণাবলি, প্রচেষ্টা ও প্রতিভার মূল্যায়ন করতে শিখুন।


৫. ভালো শ্রোতা হোন

বন্ধুত্ব গড়ে তোলার সাথে একজন ভালো শ্রোতা হওয়া জড়িত। অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখান, সক্রিয়ভাবে তাদের গল্প শুনুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন।


৬. সামাজিক মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো

বর্তমান যুগ ডিজিটাল যুগ। আমাদের আশে পাশের অনেকে ডিজিটাল প্লাটফর্মে আমাদের সাথে যুক্ত। সামাজিক মাধ্যমে কমিউনিটিগুলোতে সমমনা ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ বেশি। তাই আপনার পছন্দ মত কমিউনিটি খুঁজে বের করে সেখানে অংশগ্রহন বাড়ান, অভিজ্ঞতা শেয়ার করুন।

ঘরে তৈরি আলুর ইমোজি অস্থির স্বাদ

এই ইন্টারনেটের যুগে ইমোজির ব্যবহার এখন সর্বত্র চোখে পড়ে। বিশেষ করে মেসেজের মাধ্যমে কথা বলার সময় আমরা ইমোজি ব্যবহার করি। এই ইমোজি যদি খাবারের ক্ষেত্রে দেখা যায় তখন ভিন্নমাত্রা যোগ হয়। বাড়িতে থাকা আলু আর অল্পকিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন পটেটো ইমোজি।

  ঘরে তৈরি আলুর ইমোজি অস্থির স্বাদ


চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি


উপকরণ:

আলু- ৪/৫ টি

পাউরুটি- ৫ টুকরা

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

পানি- পরিমাণমতো (পাউরুটি ভেজানোর জন্য)

তেল 


যেভাবে তৈরি করবেন

প্রথমে ভালোভাবে আলু সেদ্ধ করে নিন। একটি বাটিতে সেদ্ধ আলু, লবণ ও কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মাখিয়ে নিন। পাউরুটিগুলো পানিতে ভিজিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে পাউরুটি থেকে চেপে পানি ফেলে দিতে হবে।

এরপরে পাউরুটিগুলো মেখে রাখা আলুর সাথে যোগ করুন।   

মিশ্রণটা এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিন। মিশ্রণ থেকে একটু রেডি করা মাখানো আলু দিয়ে বলের মতো গোল করে আস্তে একটু চাপ দিতে হবে।

তারপর জুসের স্ট্র বা পাইপ দিয়ে ইমোজির দুটো চোখ বানাতে হবে। তারপর চামচ দিয়ে স্মাইল বানাতে হবে।  

সহশিল্পীর অনৈতিক সুবিধা চাওয়া ও মেকআপ রুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা....

এভাবে স্যাড, স্মাইলি, লাফিং, এংরি, ফানি ইমোজি বানানো যাবে। 

তেল গরম করে ইমোজিগুলো তেলে ছেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

ইমোজিগুলো ৩ মিনিট এভাবে ভাজতে থাকুন। মিনিট তিনেক পর এগুলো ফুলে আপনা আপনি উপরে চলে আসবে। যখন উপরে চলে আসবে তখন ১০ মিনিট ভাজতে হবে। শুরুতে তিন থেকে চার মিনিট কম আঁচে এবং বাকি চার থেকে পাঁচ মিনিট বেশি আঁচে ভাজতে হবে। গরম গরম ইমোজি পছন্দমতো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।


Friday, 18 August 2023

সহশিল্পীর অনৈতিক সুবিধা চাওয়া ও মেকআপ রুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা....

অভিযোগ প্রমাণিত হওয়ায় ছোট পর্দার সংগঠনগুলো অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে চারটি সাংগঠনিক সিদ্ধান্ত আরোপ করেছে। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তারা চমকের আরও বেশি শাস্তি চায়। ডিরেক্টরস গিল্ডের দাবি, অন্তত তিন মাসের জন্য অভিনেত্রীকে নিষিদ্ধ করা হোক।

 ৪ আগস্ট ঢাকার একটি শুটিংবাড়িতে একটি নাটকের শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সামনে আসে অভিনয়শিল্পী ও পরিচালকদের অসদাচরণ, সহশিল্পীর কাছে অনৈতিক সুবিধা চাওয়া, শুটিং সেটে আটকে রাখা, মেকআপ রুমে হুমকি দেওয়াসহ বেশ কিছু অভিযোগ। পরে শুটিং বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ।

ঘটনা এখানেই শেষ নয়, অভিনয়শিল্পী ও পরিচালক একে অন্যের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রত্যেকে তাঁদের সংগঠনে অভিযোগ করেন। পরে এ ঘটনা সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত গড়ায়।

ঘটনা নিয়ে গত রোববার বিকেল পাঁচটার দিকে ছোট পর্দার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীদের সংগঠন মীমাংসায় বসে। রাত ১০টা পর্যন্ত সেই মিটিং চললেও সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংগঠনগুলো। প্রায় ২৪ ঘণ্টা পরে গত সোমবার রাতে সংগঠনগুলো তাদের সাংগঠনিক সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্তগুলোর মধ্যে আছে, অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা মাসুম বাশারসহ সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। একই সঙ্গে শুটিং শেষ করার প্রয়োজনীয় অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য থাকবেন। এ ছাড়া তাঁকে অভিনেতা আরশ খান ও পরিচালক আদিব হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়ার কথাও বলা হয়েছে।


ওই দিন বিচার সভা চলার সময়েই ডিরেক্টরস গিল্ড চমককে তিন মাসের নিষিদ্ধ করার দাবি করেছিল। কিন্তু অভিনয়শিল্পী সংঘ ও ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নেতারা ডিরেক্টরস গিল্ডের দাবি না মেনে চমকের ব্যাপারে উক্ত চারটি সিদ্ধান্তেই অটল থেকে বিচার শেষ করে। তবে এর আগেই বিচার না মেনে ডিরেক্টরস গিল্ড সভা ত্যাগ করে।


এদিকে বিচার সভার পর কয়েক দিন পার হলেও ডিরেক্টরস গিল্ড আগেরই সিদ্ধান্তেই অটল আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তারা নিজেরা বসে। মিটিং শেষে সংগঠনটির সভাপতি অনন্ত হীরা প্রথম আলোকে বলেন, ‘আমরা আগের সিদ্ধান্তেই অটল আছি আমরা। তিন মাস নিষিদ্ধ চাই চমকের।’


এই নেতা আরও বলেন, ‘প্রথম দিন বিচার সভার পর অভিনয় শিল্পী সংঘ যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সব কটি সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। তবে আমরা বলতে চেয়েছি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমাগতই ঘটছে, এর আগেও ঘটেছে। এ জন্য চমকের একটা প্রতীকী শাস্তি হোক। অন্তত তিন মাস নিষিদ্ধ থাকবে, কোনো পরিচালক তাঁকে নিয়ে কাজ করবেন না। এটি সব সংগঠনেরই সুবিধার্থে একটা বার্তা যাবে। শৃঙ্খলা তৈরি হবে।’


তাহলে কি আপনারা পরিচালকেরা চমককে নিয়ে আপাতত কাজ করবে না? জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন, ‘তাঁকে নিয়ে পরিচালকেরা কাজ করবেন কি করবেন না, সে ব্যাপারে আমরা অফিশিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাব।’


প্রথম দিনের বিচার সভায় শিল্পী সংঘের সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান মিলন। ডিরেক্টরস গিল্ডের বিচার না মানা ব্যাপারে মিলন জানান, পরিচালকদের সংগঠনের এ ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। বলেন, ‘আমরা ওই দিন তিন সংগঠন থেকে প্রায় ১৫ জন বসেছিলাম। ডিরেক্টরস গিল্ড বর্জন চাচ্ছিল। আমরা বলেছি, অর্থদণ্ড, বর্জন একসঙ্গে হয় না। আর বর্জন করলেই কি সব সমস্যার সমাধান হবে? আপাতত ডিরেক্টরস গিল্ড এটি মানছে না। শুনেছি, তারা আলাদা এটি নিয়ে মিটিংও করেছে। দেখা যাক কী হয়।’

Tuesday, 26 April 2022

বাংলাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ, সুস্থ থাকতে যেসব সতর্কতা অবলম্বন করবেন

বাংলাদেশে এই মূহুর্তে চলছে একটি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরো অন্তত দুইদিন চলবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপদাহ কমবে না।


আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম বলেছেন, ২৯শে এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। "২৯শে এপ্রিল দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, কিন্তু সেটি একযোগে শুরু হওয়ার সম্ভাবনা কম।"


ফলে শীঘ্রই গরমের তীব্রতা কমছে না বলে মনে করেন এই আবহাওয়াবিদ।


বাংলাদেশে ২০২১ সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত পৌঁছে তার আগের ২৬ বছরের রেকর্ড ভেঙেছিল।


কিন্তু গতকাল বাংলাদেশের রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গা এই তিনটি জেলায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।


তীব্র তাপপ্রবাহ কখন হয়?

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোন এলাকায় যদি তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ।


* গরমে অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার ১০ উপায়


* তীব্র দাবদাহ যেভাবে মৃত্যুরও কারণ হতে পারে


* তীব্র দাবদাহের মধ্যে যেভাবে নিজেকে সুস্থ রাখবেন


তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে।

কুকুর বলে গালি দেওয়ায় ৬ জনকে কামড়িয়ে জখম করলো কালাম

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, কোন জায়গার দৈনিক যে গড় তাপমাত্রা সেটি পাঁচ ডিগ্রি বেড়ে গেলে এবং পরপর পাঁচদিন তা চলমান থাকলে তাকে হিটওয়েভ বা তাপপ্রবাহ বলা হয়।


অনেক দেশ এ সংজ্ঞা নিজের দেশের পরিস্থিতি অনুযায়ী ঠিক করে।


তীব্র গরমে অতিষ্ঠ প্রাণীকূলও, রাজশাহী চিড়িয়াখানায়


তীব্র গরমে মানুষের সাথে অতিষ্ঠ প্রাণীকূলও, রাজশাহী চিড়িয়াখানায়


তবে সার্বিকভাবে তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে উঠলে শরীর নিজেকে ঠাণ্ডা করার যে প্রক্রিয়া সেটি বন্ধ করে দেয়।


যে কারণে এর বেশি তাপমাত্রা হলে তা যেকোন স্বাস্থ্যবান লোকের জন্য বিপজ্জনক হতে পারে।


'বিছানা আসবাব সব গরম হয়ে আছে'

চুয়াডাঙ্গায় গত তিনদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।


চুয়াডাঙ্গা শহরের একজন বাসিন্দা উম্মে রোমানা।


তিনি বলছেন, গত তিন-চারদিন ধরেই তাপমাত্রা বেশি, এর মধ্যে গত দুইদিনে সে তীব্রতা অনেক বেড়েছে।


তিনি বলেন, "ভয়াবহ গরম। ঘরের বিছানা-বালিশ, আসবাবপত্র সব গরম হয়ে আছে। ঘরের যত ফ্যান আছে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান সব চালিয়েও আমরা একটু ঠাণ্ডা হতে পারছি না।"


বৃষ্টি মেয়ে সাইকেল

সহসা এমন বৃষ্টির দেখা মিলবে না-বলছে আবহাওয়া অধিদপ্তর


"আমার বাবা-মা রোজা রাখছিলেন, কিন্তু বাবা গরমের কারণে এখন দুইদিন ধরে রোজা রাখতে পারছেন না। এমনি সময় উনি দিনের বেলায় বাইরে যেতেন, কিন্তু এখন এই তীব্র গরমে সেটা যাচ্ছেন না," বলেন মিজ রোমানা।


তিনি আরো বলেছেন, বাড়ির সবাই শরীর জ্বালাপোড়া থেকে শুরু করে পানিশূণ্যতাজনিত বিভিন্ন শারীরিক সমস্যার মুখে পড়েছেন।


একই অবস্থা রাজশাহী, পাবনা এবং যশোরেও।


তীব্র তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

বাংলাদেশে ২৪শে এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহ চলছে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর।


রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গা জেলার বাইরে যশোরেও তীব্র তাপপ্রবাহ চলছে।


এর মধ্যে ২৪শে এপ্রিল যশোরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।


খাবার পানির সংকট

গরমে খাবার পানির সংকট দেখা যায় অনেক জায়গাতে


আবহাওয়াবিদ মি. ইসলাম বলেছেন, বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাসকে বছরের উষ্ণতম সময় ধরা হয়, এর মধ্যে এপ্রিল মাসেই তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে।


"ফলে এই সময়ে এই তাপমাত্রা একটু বেশিই থাকে, কিন্তু এ বছর দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা বেশি এবং সেটি আরো কয়েকদিন চলবে," বলেন তিনি।


এই চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন আবহাওয়াবিদেরা।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে।


ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে, যদিও আর্দ্রতার কারণে বাস্তবে গরম ছিল আরো বেশি।


ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জ জেলায় তাপমাত্রা থাকবে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


নদীতে গোসল

তীব্র গরমে গোসলে শান্তি মেলে


সাধারণত এরকম সময়ে দিনের তাপমাত্রা রাতে কিছুটা কমে আসে, কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত সে সম্ভাবনা নেই। রাতেও তাপমাত্রা উষ্ণই থাকবে।


এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ থাকবে বলে বলা হচ্ছে।


মূলত বাতাসে আর্দ্রতা বেশি থাকলে গরম বেশি অনুভূত হয়।


পরবর্তী তিনদিনেও আবহাওয়া সামান্যই পরিবর্তন হবে।


পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


তাপপ্রবাহে সতর্কতা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে ২০২১ সালে একটি গবেষণা পরিচালনা করে, যার ফলাফলে দেখা গেছে ঢাকায় হিটওয়েভ বা তাপপ্রবাহের প্রবণতা বেড়েই চলেছে।


আর হিটওয়েভের কারণে বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হওয়াসহ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকি।


রোদ এড়িয়ে চলা

তীব্র রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বয়ষ্ক মানুষ, শিশু, গর্ভবতী, খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচাইতে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তাপপ্রবাহের সময়।


সরাসরি সূর্যের নিচে যাদের কাজ করতে হয় তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই তাপপ্রবাহের সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে:


বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সময় যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে।

ঘরের ভেতরে বা ছায়া আছে এমন জায়গায় থাকার চেষ্টা করতে হবে।

প্রচুর পানি এবং তরল পানীয়- যেমন শরবত, ডাব, ফলের রস পান করতে হবে।

যতবার সম্ভব গোসল করুন।

বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিন।

যথেষ্ট বিশ্রাম নিতে হবে।

ঢিলেঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক পরুন।

ঘরের বাইরে সানগ্লাস ব্যবহার করুন।

Sunday, 24 April 2022

কুকুর বলে গালি দেওয়ায় ৬ জনকে কামড়িয়ে জখম করলো কালাম

 কুকুর বলে গালি দেওয়ায় ৬ জনকে কামড়িয়ে জখম করলো কালাম

পটুয়াখালীর দুমকিতে কুত্তা (কুকুর) বলে গালি দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কামড়িয়ে জখম করেছে এক যুবক। ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামে। অভিযুক্ত যুবকের নাম কালাম সরদার।

 কুকুর বলে গালি দেওয়ায় ৬ জনকে কামড়িয়ে জখম করলো কালাম

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামের বাসিন্দা কালাম সরদার বনাম আনোয়ার শিকদার গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল।


শুক্রবার বিকালে কালাম সরদার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী বাবুল হাওলাদারের ১০ বছর বয়সি ছেলে তাকে (কুত্তা) কুকুর বলে গালি দেয়। এতে কালাম সরদার ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন নিয়ে আনোয়ার শিকদার ও সাত্তার শিকদারের বসতঘরে অতর্কিত হামলা চালায়।

গার্লফ্রেন্ডের জন্য ১৪ বছর অটো চালান কলেজের ইংরেজির অধ্যাপক 

এ সময় বাঁধা দিতে এলে ওই পরিবারের শিশুসহ ৬ জনকে কামড়িয়ে জখম করেন তারা। আহতরা হলেন মাসুদা বেগম (৫০), সুমাইয়া আক্তার (২০), ৬ মাসের শিশু রাইয়ান, শাকিল (১৪), লাভলী (২৭) এবং তাসমিম (১২)। আহতদের সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী বেগম অভিযোগ করে বলেন, পাশের বাড়ির একটা ছেলে কালাম সরদারকে গালি দিলে তিনি ক্ষিপ্ত হন। আর মনে মনে ধারণা করেন যে এটা আমরা ওই ছেলেকে শিখিয়ে দিয়েছি। তাই আমাদের বসতঘর ভাঙচুরসহ আমাদের ৬ জনকে কামড়িয়ে আহত করেছেন তিনি।


অভিযুক্ত কালাম সরদারের ভাতিজি মানসুরা আক্তার কামড়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে আমাদের পূর্ব বিরোধ চলছে। শুক্রবার দু’পক্ষের মারামারি হয়েছে। তবে কামড়ের বিষয়টি বানোয়াট এবং কিছু দিন আগে আমার বাবা ও কাকাকে ওরা সন্ত্রাসী দিয়ে মেরেছে ও আমাদের জমি দখল করে নিয়েছে।


স্থানীয় ইউপি সদস্য মো. মিজান সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সালাম ও কালামের পরিবার অত্যন্ত খারাপ। এরা বিগত দিনেও মৌলভী আ. বারী, খালিদ হোসেন ও সোবহান সরদারকে কামড়িয়েছে।


দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Friday, 22 April 2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ ইং সকল প্রশ্ন সমূহ এবং সমাধান

 প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ ইং সকল প্রশ্ন সমূহ এবং সমাধান 


 প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ ইং সকল প্রশ্ন সমূহ এবং সমাধান সমূহ 






Saturday, 16 April 2022

এবার ঈদের রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান ...

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটি ছাড়াও তার আরেকটি পরচিয় তিনি একজন গায়ক। তবে তার গান নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনা শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও করা হয়।

তিনি সব কিছু উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি। তিনি বলেন ‘ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

বাঙালি রীতিতে রণবীর-আলিয়ার বিয়ে দিল ভক্তরা ...

উল্লেখ্য, তিনি ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে। এর পর থেকে প্রতিবছর দুই ঈদে তার একক গানের অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে বেসরকারি চ্যানেল এটিএন বাংলায়

বাঙালি রীতিতে রণবীর-আলিয়ার বিয়ে দিল ভক্তরা ...

তারকাদের ভালোবেসে তাদের ভক্তরা কত পাগলামিই না করে। তারই যেনো আরও একটি প্রমাণ ঘটলো বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েকে ঘিরে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের বাস্তু আবাসনে ধুমধাম করে বিয়ে করেছেন এই জুটি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাঞ্জাবি রীতিতে বিয়ের পর্ব সেরেছেন তারা।



তবে এদিন বাঙালি রীতিতেও বলিউডের এই তারকা জুটির বিয়ে হয়েছে। যদিও কলকাতায় অনুষ্ঠিত এই বিয়ের বিষয়টি হয়তো কাপুর ও ভাট পরিবারের কেউ-ই জানেন না। কারণ বাঙালি প্রথায় রণবীর-আলিয়ার এই বিয়ের আয়োজন করেন তাদের একদল ভক্ত।

বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। তাদের ভক্তদের সংখ্যাও নেহায়েত কম নয়। প্রিয় তারকার বিশেষ দিনটি নিজেদের মতো করে স্মরণীয় করতে চেয়েছিলেন একদল ভক্ত। তাই প্লাস্টিকের ডামিকে রণবীর-আলিয়া সাজিয়ে বিয়ে দেন তারা। বাঙালি বিয়ের সব রকম আয়োজনই করা হয়। ছেলে-বুড়ো থেকে সব বয়সের মানুষই এই প্রতীকী বিয়েতে উপস্থিত ছিলেন।


প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর ও আলিয়া। অনেকদিন থেকেই তাদের বিয়ের গুঞ্জন উড়ছিল। কিন্তু করোনা মহামারি ও রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর কারণে বিয়ে হয়নি বলে জানা যায়। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এই জুটি।

Friday, 15 April 2022

আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে নিতে পারছি না: দীঘি

সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে হয় এই জুটির বিয়ের অনুষ্ঠান। 

বিয়ের পরপরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর-আলিয়া দম্পতি। বলিউডের হার্টথ্রব তারকা হওয়ায় বাংলাদেশেও তাদের ভক্তের অভাব নেই।



তাদেরই একজন হলেন দীঘি। এই অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে রণবীরের বিয়ে মেনেই নিতে পারছেন না। বলা যায় আলিয়া বিদ্বেষী দীঘি। বলছেন, ‘আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না। ওর (রণবীর) অন্য কোনো এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু আলিয়াকে আমি আগে থেকেই নিতে পারি না।

’ রণবীরকে পছন্দের কথা জানিয়ে বলেন, ‘এখনো আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আমার মোবাইলে রণবীরের আলাদা একটি ফোল্ডারই রয়েছে। সেখানে সব রণবীরের ছবি। ’

চুক্তিভিত্তিক বিয়ের নামে লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছে সৌদিরা . . .

কষ্ট পেয়ে অনেকেই অনেক কিছু করে, দীঘিও করেছেন। তিনি খেয়েছেন সারা রাত পেস্ট্রি। দীঘির এমন আবেগী আলাপের মাঝে জানতে চাওয়া রণবীরের বিয়ের রাতে কী করলেন, ‘কষ্টে সারারাত পেস্ট্রি খেয়েছি। আগেই কিনে নিয়ে এসেছিলাম; এই কষ্টে কোন ডায়েট নেই।’ বললেন দীঘি।

ইমাম পরিচয়ে ২১ বছর পলাতক ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা শফিকুল ...

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি শফিকুল রহমান ওরফে শফিকুল ইসলাম ওরফে আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল)  কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। শফিকুল রহমান ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২০০৫ সালের ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।



তিনি ইমাম পরিচয়ে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ছিলেন। শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর থানাধীন বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন নিহত এবং কমপক্ষে শতাধিক লোক আহতের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন। 

রমনা বটমূলে হামলার পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি গোপনে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকে। অতঃপর ২০০৮ হতে নরসিংদীতে একটি মাদরাসায় অবস্থান করে আত্মগোপনে চলে যায়।

গার্লফ্রেন্ডের জন্য ১৪ বছর অটো চালান কলেজের ইংরেজির অধ্যাপক

খন্দকার আল মঈন বলেন, শফিকুর রহমান নরসিংদী থাকাকালীন পরিচয় গোপন করে আব্দুল করিম নামে পরিচয় দিতেন। আব্দুল করিম নাম ব্যবহার করে তিনি ওই এলাকার চরে অবস্থিত একটি মসজিদে মাসিক ৫ হাজার টাকা বেতনে ইমামতির চাকরি নেন। ইমামতির আড়ালে তিনি মানুষকে ধর্মের নামে বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা দিতেন। অত্যন্ত কৌশলে মাঝে মাঝে ভিন্ন স্থানে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন। বিগত ২১ বছর এভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন শফিকুল।


শফিকুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাশ করার পর মাদরাসায় পড়াশোনা শুরু করেন। ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি ঢাকায় পড়াশোনা করেন। হেদায়া পাস করার পর ১৯৮৩ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় ভর্তি হন। ১৯৮৬ সালে সেখান থেকে সাওরায়ে হাদিস (টাইটেল) পাস করে দেশে ফিরে আসেন। ১৯৮৭ সালে পাকিস্তানের করাচিতে ইউসুফ যিন নূরি মাদরাসায় ফতোয়া বিভাগে ভর্তি হয়ে ৩ বছরের ইফতা (ফতোয়া) কোর্স সম্পন্ন করেন। ওই সময় করাচির নিউ টাউনে মুফতি হান্নানের সঙ্গে তার পরিচয় হয়। ওই প্রতিষ্ঠানে মুফতি হান্নানও পড়াশোনা করতে যান।


শফিকুল ১৯৮৯ সালে পাকিস্তানে অবস্থানকালীন আফগানিস্তানে চলে যান এবং তালেবানদের পক্ষে যুদ্ধ করেন। ওই বছরের শেষের দিকে তিনি আফগানিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে আসার পর তিনি ঢাকার খিলগাঁওয়ে একটি মাদরাসায় পার্টটাইম শিক্ষকতা শুরু করেন।পাকিস্তান থেকে আফগানিস্তানে ভ্রমণে গেলে আফগানিস্তানে থাকাকালীন জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদের’ সঙ্গে সম্পৃক্ত হন। 

আফগানিস্তান থেকে দেশে এসে ‘হরকাতুল জিহাদ, বাংলাদেশ’ নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলার চিন্তা করেন। ১৯৯০ সালে দেশে ফেরত এসে সমমনাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ‘হরকাতুল জিহাদ, বি’ সংগঠন প্রতিষ্ঠা করেন। 

Thursday, 14 April 2022

নরসিংদীতে মসজিদে শিশু কন্যাকে নেওয়ার জেরে সংঘর্ষ, এক জন নিহত ...

 তর্ক থেকে সহিংসতা শুরু হলে নরসিংদীর রায়পুরায় একজন নিহত হয়েছেন

 


নরসিংদীতে মসজিদে শিশু কন্যাকে নেওয়ার জেরে সংঘর্ষএক জন নিহত ,তর্ক থেকে সহিংসতা শুরু হলে নরসিংদীর রায়পুরায় একজন নিহত হয়েছেন

 

কন্যা শিশুকে মসজিদে নিয়ে যাওয়ায় শুরু হওয়া তর্ক সংর্ষের জেরে বাংলাদেশের নরসিংদীর একটি গ্রামে এক ব্যক্তি নিহত হয়েছে।

 

নরসিংদীর রায়পুরা থানার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটলেও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তির মৃত্যু হয়েছে রবিবার।

 

ওই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, বৃহস্পতিবার বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে স্থানীয় একজন ব্যক্তি তার শিশুকন্যাকে সাথে নিয়ে ইফতার করতে গিয়েছিলেন।

 

কন্যা শিশুকে মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সেখানকার আরেকজন ব্যক্তির সঙ্গে তার তর্ক হয়।

পুলিশ জানিয়েছে, এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

 

নোয়াখালীতে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে শিশুকে গুলিতে ঝাঁঝরা করলো সন্ত্রাসীরা...

দুই পরিবারের সদস্যরা সেই সংঘর্ষে অংশ নেন।

 

এক পর্যায়ে গ্রামের আরো মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

নিহতের পরিবার থানায় যে লিখিত অভিযোগ করেছে, সেখানে তারা লিখেছেন নিহত লালচান মিয়া সংঘর্ষে অংশ নেননি, তিনি শুধু সংঘর্ষ থামানোর চেষ্টা করছিলেন।

 

এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

 

সেদিন রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

 

রবিবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয় হয় লালচান মিয়ার।

 

ওই সংঘর্ষের পরদিন লালচানের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল।

 

ওসি আজিজুর রহমান জানাচ্ছেন, ঘটনায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা করা হয়েছে।

 

একজনকে তারা গ্রেপ্তার করেছেন।

 

গ্রামটির বহু মানুষ ঘটনার পর পালিয়ে আছে বলে জানা যাচ্ছে।

 

গত বছরের অক্টোবর মাসেই এই রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি নামে একটি চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত আর অন্তত ২০ জন আহত হয়েছিল।