আপনি কি কখনও সোশ্যাল মিডিয়ায় এক দল বন্ধুদের একসাথে হাসতে দেখছেন, ঘুরতে দেখছেন এবং ভাবছেন "কেন আমার কোন বন্ধু নেই?" বন্ধু বানানোর সহজ উপায় :
অনেক সময় অন্যদের বন্ধুদের সাথে হাসিখুশি আড্ডা দিতে দেখে আমাদের আফসোস হয়। আমরা হতাশ ও একাকী বোধ করি। আমাদের জীবনেও আমরা এমন বন্ধুত্ব কামনা করি, যাদের সাথে আনন্দ ও বেদনা ভাগ করে নিতে পারি। তবে বন্ধুত্ব মানুষের জীবনে নিজে থেকে তৈরি হয় না
এটি এমন একটি সম্পর্ক যার জন্য প্রয়োজন প্রচেষ্টা ও সাহস। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যাদের সাথে যুক্ত আছি তাদের সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়।
সামাজিক মাধ্যমে সম্পর্কগুলো আরো উন্নত করতে প্রয়োজন কিছু পদক্ষেপ। চলুন জেনে নেই।
১. আত্মপ্রতিফলন
আপনার কোন বন্ধু না থাকার সমস্যা সমাধানের জন্য প্রথমেই প্রয়োজন নিজেকে বুঝতে পারা জরুরি। আপনার কোন বিষয়টি ভালো লাগে, বন্ধুত্ব নিয়ে আপনি কী ভাবছেন তা ভালোভাবে বোঝার জন্য নিজেকে সময় দিন। বন্ধুদের কাছে নিজেকে আরও সহজভাবে তুলে ধরুন।
২. কমফোর্ট জোন থেকে বের হওয়া
সবার নিজের স্বাচ্ছন্দ্যের একটি জায়গা থাকে।
বন্ধু বানানোর জন্য প্রায়ই আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা এবং উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যদের সাথে নিজেকে পরিচয় করিয়ে, কথোপকথন শুরু করে এবং তাদের জানার জন্য প্রকৃত আগ্রহ দেখিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় হন।
৩. কথোপকথন শুরু করা
অনেকে প্রথম দেখাতেই পরিচিতি মূলক আলাপ করতে অভ্যস্ত না। তবে প্রথম দেখাতে পরিচিতি মূলক কথোপকথন একটি ভালো বন্ধুত্বের সূচনা করতে পারে। তাই বন্ধুত্ব তৈরির জন্য নিজে থেকেই কথা বলুন।
শখ, আগ্রহ, ভালো লাগা মন্দ লাগা নিয়ে সরাসরি আলাপ করুন।
৪. প্রশংসা করা
দিনের শুরুতেই যদি নিজের সম্পর্কে সুন্দর কোন মন্তব্য পাওয়া যায় তাহলে দিনটি সুন্দর হয়ে যায়। তাই আপনি যখন কারো সাথে আলাপ করবেন তাদের ইতিবাচক দিকের প্রশংসা করুন। এর মাধ্যমে তার সাথে আপনার সংযোগ তৈরি হবে। এবং আপনার সম্পর্কে ভালো মনোভাব তৈরি করতে সাহায্য করবে। বন্ধুত্ব তৈরির জন্য অন্যদের গুণাবলি, প্রচেষ্টা ও প্রতিভার মূল্যায়ন করতে শিখুন।
৫. ভালো শ্রোতা হোন
বন্ধুত্ব গড়ে তোলার সাথে একজন ভালো শ্রোতা হওয়া জড়িত। অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখান, সক্রিয়ভাবে তাদের গল্প শুনুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন।
৬. সামাজিক মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো
বর্তমান যুগ ডিজিটাল যুগ। আমাদের আশে পাশের অনেকে ডিজিটাল প্লাটফর্মে আমাদের সাথে যুক্ত। সামাজিক মাধ্যমে কমিউনিটিগুলোতে সমমনা ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ বেশি। তাই আপনার পছন্দ মত কমিউনিটি খুঁজে বের করে সেখানে অংশগ্রহন বাড়ান, অভিজ্ঞতা শেয়ার করুন।