আগামীকাল ভোরে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার ফাইনাল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এ নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তো রীতিমতো মারামারি হয়েছে, এবং কয়েকজন সেই মারামারিতে আহত হয়ে হাসপাতালে পর্যন্ত চিকিৎসা নিতে হয়েছে। এবং বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মিডিয়ায় এই খবর প্রকাশিতও হয়েছে। ফুটবল ঘিরে বাংলাদেশের জনগণের এই যে ভালোবাসা এবং এই উন্মাদনায় মুগ্ধ আর্জেন্টিনার সরকার ও জনগণ।
তাই আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দেওয়া হয়েছে। যেহেতু আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই , তাই ভারতের দিল্লির আর্জেন্টাইন দূতাবাস থেকে একটি প্রেসনোট এসেছে দেশের এক গণমাধ্যমে হাতে যে প্রেসনোটে দূতাবাসের কর্মকর্তারা ফাইনালে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের আকুণ্ঠ সমর্থন চেয়েছেন।
প্রেসনোটে আরো বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছেন যারা মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ।’‘আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুগ্রহ করে উপভোগ করবেন দুর্দান্ত এই ফাইনাল খেলা। আমরা ফুটবল ভালোবাসি। এর উত্তেজনা ও কৌশলের চূড়ান্ত বিকাশে বিশ্বাসী। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখতে মুখিয়ে আছে।’
বলে রাখা ভালো , বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থন সেটি বিশ্বমিডিয়ায় এমনকি আর্জেন্টিনার জাতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া পড়ে ছিল বিশ্বকাপ এবং বিভিন্ন সময়ে আর্জেন্টিনার খেলার আগমুহূর্তে।
No comments:
Post a Comment