Wednesday, 24 April 2019

কুকুরের পশম নয় মানুষের দাড়ি তেই জীবাণু বেশি ????(বিস্তারিত)

কুকুরের পশম নয় মানুষের দাড়ি তেই জীবাণু বেশি ...

সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে পরিচালিত এক গবেষণায় পুলিশের গাড়ি সম্পর্কে ভয়াবহ এক ফলাফল বেরিয়ে এসেছে | যে মানুষের দাড়িতে কুকুরের পশম এর থেকে বেশি জীবাণু থাকে | হার্টলান্ড নামক একটি নামকরা স্বাস্থ্য কেন্দ্রে গবেষণাটি করা হয় |  মানুষের এম আর আই স্ক্যান যে  মেশিনে করা হয় সেটাতেই কুকুরের আর আই স্ক্যান করা সম্ভব কিনা তা দেখতেই ছিল গবেষণার মূল উদ্দেশ্য  | কিন্তু  তা করতে গিয়ে দাড়ি রাখার না জানা বিপদ ফাঁস হয়ে গেছে | 


গবেষণায় 18 জন পুরুষের দাড়ির নমুনা এবং 30 টি কুকুরের প্রশ্নের নমুনা পরীক্ষা করা হয় , তারপর যে ফলাফল বেরিয়ে আসে তার দেখে আঁতকে উঠার মত  | তার ফলাফল দেখা যায় , যে 18 জন পুরুষের প্রত্যেকের দাড়িতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া পাওয়া গেছে | তাদের মধ্যে দাড়িতে  এত উঁচু মাত্রার ব্যাকটেরিয়া পাওয়া গেছে যে , যেটা দেখে বলাই যায় যে ,যে কোন সময় ওই মানুষগুলো অসুস্থ হয়ে পড়তে পারে |


 অন্যদিকে যে তিনটি কুকুর জেডিসি কুকুরের নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে তেইশটি উপশমে ব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল , কিন্তু বাকি সাতটি কুকুরের পশম ছিল পুরোপুরি জীবাণুমুক্ত | ক্লিনিকের এ গবেষণাটি পরিচালনা করেছেন তিনি বলেন , আমরা যা পেয়েছি তাতে বলা যায় যে , দাড়িওয়ালা মানুষের চেয়ে কুকুর বেশি পরিষ্কার | এই গবেষণার ফলাফল হয়তো সব দাড়িওয়ালার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে তবে দাড়ি রাখেন যারা তাদের জন্য অবশ্য এটি ভাবনার কারন হতে পারে |


Thursday, 18 April 2019

বেসরকারি শিক্ষক নিয়োগের নতুন রুটিন প্রকাশ ... (বিস্তারিত)


দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ এর প্রস্তুতি হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যে সব পদে যোগদান করেনি সে সব পথ গুলোর তথ্য চেয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রথম দফায় 2016 খ্রিস্টাব্দের গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগ সুপারিশ পেয়েও যেসব প্রার্থী কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেনি সে সম্পদের তথ্য পাঠাতে হবে এন টি আর সি জেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে 2018 খ্রিস্টাব্দে গণবিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে নিয়োগ সুপারিশ প্রার্থীরা তাদের পদে যোগদান করেনি সে সম্পদের তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা |
বিষয়ে জানতে চাইলে এন টি আর সি এর চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন গত মাসের দ্বিতীয় ধাপের সুপারিশ পরিকল্পনা থাকলেও 15 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কার্যক্রম এর কারণে তা সম্ভব হয়ে উঠেনি এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত কর্মকর্তারা ব্যস্ত ছিলেন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট কাজের কারণে দ্বিতীয় ধাপের সুপারিশ এখন পর্যন্ত করা হয়নি |

তিনি আরো বলেন আগামী উনিশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আরো একমাস কর্মকর্তারা নিবন্ধন পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে বিতরণের কাজে ব্যস্ত থাকবেন আশা করছি মে মাসের শেষ নাগাদ দ্বিতীয় ধাপের সুপারিশ করা সম্ভব হবে | এদিকে 2016 খ্রিস্টাব্দের গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ সুপারিশ প্রিয় পরীক্ষার্থী সহকারী শিক্ষক পদে যোগদান করেনি সে সম্পদের তথ্য চেয়ে সোমবার 15 এপ্রিল এন টি আর সি থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে 2016 খ্রিস্টাব্দের গণ বিজ্ঞপ্তি অনুসারে কম্পিউটার বিষয়ে সুপারিশ প্রাপ্ত প্রার্থী যোগদান না করা 751 পদের তথ্য চাওয়া হয়েছে পদ শূন্য কিনা এমপিও পদ কিনা মহিলা কোটা পথ কিনা তা লিখিত ভাবে জেলা শিক্ষা কর্মকর্তাদের এন টি আর সি তে বলা হয়েছে লক্ষ্যে প্রধান জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে যোগাযোগ করতে বলেছেন এন টি আর সি এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তাদের 16 এপ্রিলের মধ্যে ইমেইলে পাঠাতে বলা হয়েছে |