Sunday, 8 November 2020

যৌনতার চেয়ে বেশি পছন্দ 'পিজ্জা '


 

যৌনতার চেয়ে বেশি পছন্দ পিজ্জা |  ভিডিওতে কলেজে পড়াকালীন একবার বেড়াতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, আর সবচেয়ে সেরা অস্ত্র দুটি চোখ , স্মৃতিগাঁথা নিজের সম্পর্কে কি লেখা হোক চান জানিয়েছেন কিয়ারা | ইন্ডিয়ার ভিডিওতে সম্প্রতি নিজের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন কিয়ারা আদ্ভানি  যেটা এতদিন অজানাই ছিল, ইদানিং এই সুন্দরীর নাম আলোচনার কেন্দ্রে রয়েছে লক্ষ্মী ছবির জন্য|

শিরোনাম নিয়ে বিতর্কে এর বিষয়বস্তু হয়ে ওঠা ছবিটি নভেম্বরে মুক্তি পাচ্ছে | ডিজাইনিং ইনস্টারিল ছবিতে কি আমাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে | এই সিনেমার পর লক্ষী সিনেমাতেই কাজ করছেন এই দুজন শেষ দেখা গিয়েছে "গিলটি "ছবিতে ছবিতে আগামী দিনে তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে | কিন্তু এসব গিয়েছে কিয়ারার প্রকাশ করা নিজের সম্পর্কে তথ্য গুলি | মাল্টিটাস্কিং ভিডিওতে অনেক কিছুই বলেছেন নিজের সম্পর্কে ,কিন্তু তিনি তার ভক্তদের সবচেয়ে আকর্ষণীয় তথ্য দিয়েছেন | সেটি হচ্ছে তিনি বলেছেন এমন কি কি আছে তার উপভোগ্য দারুন "যৌনতার" চেয়ে তার বেশি প্রিয় কোন জিনিসটি তিনি বলেছেন তিনি এমন তিনটি জিনিসের নাম বলেছেন সেগুলো হচ্ছে "চমৎকার পিজ্জা" , "শপিং করা", এবং "ভালো মুভি দেখা" |

সম্প্রতি কিয়ারার সোশ্যাল মিডিয়ায় ট্রেনিং অন দি কাপিল শর্মা শো এর একটি এপিসোডে অখকুমার সঙ্গে আলাপচারিতার পর এক সময় তাদের কথাবার্তার মধ্যে উঠে আসে নাকি শের শাহ ছবির সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কে করেছেন বলে গুঞ্জন বলিউডে | অক্ষয়ের তার কথার মধ্যেই এই ইঙ্গিত দিয়েছেন অক্ষয় সম্পর্কে মন্তব্য করেছেন সিদ্ধান্ত ওয়ালি লারকি হে |