Wednesday, 23 January 2019

সরস্বতী পূজার আগে কুল খাওয়া কি আসলেই মানা ? কিন্তু কেন ?জেনে নিন সঠিক তথ্য..


সরস্বতী পূজার আগে হিন্দুদের কুল খাওয়া  কি আসলেই মানা ? কিন্তু কেন ?জেনে নিন সঠিক তথ্য |



মহা মুনি ব্যসদেবের নাম হয়ত সকলেই জানি | 
মহা মুনি ব্যসদেব সরস্বতী দেবির মহান ভক্ত ছিলেন। তাই তিনি সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য আশ্রমে বসে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। এবং তিনি ঠিক করেন যে সরস্বতী দেবীকে যেভাবে হোক সন্তুষ্ট করবেনই। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যসদেব আশ্রম বসে তপস্যা করছিলেন ঠিক এমন সময় তিনি একটি দৈব বার্তা শুনতে পান।

মহামুনিকে একটি কূল ফলের বীজ কিছু শর্ত দেয়া হয়। শর্ত গুলো ছিল এমন যে... তিনি যদি সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে চান তাহলে, উনাকে এই কূল ফলটি রোপন করতে হবে এবং এই ফলটি রোপন করার পর রোপণ থেকে চারা এবং চারা থেকে বড় গাছ করেও উপনীত করতে হবে।
এবং এই গাছ হতে ফুল, এবং ফুল হতে ফল, ফল টি বড় হয়ে পেঁকে যেদিন মহামুনির মাথায় এসে পতিত হবে সেইদিন তিন চোখ খুলতে পারবেন অর্থাৎ উনার যোগ্য সম্পন্ন হবে ! এবং মা সরস্বতী দেবী সন্তুষ্ট হবেন।

এই দৈব বার্তা শোনার পর মহামুনি রাজি হলে এবং যোগ্য আরম্ভ করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল, ফলের বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে চারা'  রুপান্তরিত হলো। চারা থেকে বড় গাছ এবং বড় গাছ হতে যথারীতি নতুন কুল হয় পাঁকতে শুরু হলো। একদিন হঠাৎ কোন একদিন, মহামুনির মাথায় কিছু একটা পড়ে উনার তপস্যা ভঙ্গ করে দিলেন।

আশ্চর্য হলেন ব্যসদেব তিনি ভাবলেন মা স্বরসতী সন্তুষ্ট হয়েছেন, এবং তিনি চোখ খুললেন। দিনটি ছিল পঞ্চমীর দিন এই দিন মা সরস্বতী মহামুনি কে কৃপা দান করলেন। সেইদিন বেদ মাতা সরস্বতী কে তিনি বরই বা কুল নিবেদন দিয়ে পূজার্চনা করে তিনি ব্রহ্মন মূর্তি রচনা আরম্ভ করলেন। যেহেতু মহামুনি সামনে কূল গাছ থাকা সত্ত্বেও তিনি মা সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য কুল ভোগ করের নি, সেহেতু সেই থেকেই কুলকে সরস্বতী দেবীর আশীর্বাদ মনে করে।

 সরস্বতী দেবীর পূজা হওয়ার পূর্ব পর্যন্ত কূল আর খাওয়া যায়না বা হয় না বলেই মানা হয়। কূল বা বরই এর আরেন নাম বদরী। আর তপস্যা সাথেই কুলের বা ববররীর সম্পর্ক থাকায় সেই আশ্রমের নাম হয় "বদ্রিকাশ্রম" স্বার্থগত কারণে সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক না কারণ, মাঘ মাসের মাঝামাঝি সময়ে আগে কুল অধিকাংশই কাঁচা থাকে, আর কাঁচা কূল খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতিও হয়ে থাকে।