Thursday, 27 August 2020

সুশান্তের মৃত্যু নিয়ে রিয়া নতুন জবানবন্দি (বিস্তারিত)

সুশান্তের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ছিল সবচেয়ে নিকটে, সেই রিয়া চক্রবর্তীর কাছ থেকে সত্য ঘটনা জানার জন্য উৎসুক সারাদেশ |

এই রিয়া এবার মুখ খুললেন সংবাদমাধ্যমে, তাকে ঘিরে  জমতে থাকা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন তিনি |রিয়া চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন মহেশ ভাটের সঙ্গে সুশান্ত আর তার সম্পর্ক নিয়ে কোন মেসেজ বিনিময় করেন নি তিনি | সুশান্তকে ছাড়ার বিষয়ে মহেশ ভাট তাকে মদত দিয়েছিলেন এমনও না, রিয়া এই সাক্ষাৎকারে বলেন আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন| আমি সুশান্ত কে ছেড়ে চলে আসার পরেও ও আমার দিকে ফিরে দেখল না, কোন অবধি করল না আমি খুব কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম আমি সুস্থ নই বলে সুশান্ত আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না | এত খারাপ লেগেছিল সেই বিষয়টা যে মহেশ ভাটকে ফোন করি |

রিয়া আরো বলেন মহেশ ভাট কে নিয়ে যে আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং যে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে সেগুলো খুবই দুঃখজনক |রিয়া বলেন সুশান্তের মৃত্যুতে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি এবং আমি অনেক মর্মাহত এই কষ্ট আমি কখনো ভুলতে পারবো না কিন্তু আমাকে নিয়ে যে নেগেটিভ মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো খুবই অবান্তর|